ঢাকা শনিবার, ২২শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


গণতন্ত্র বিরোধীরা ভোট পেছাতে ষড়যন্ত্র করছে: আমীর খসরু


২২ নভেম্বর ২০২৫ ১৫:০৭

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল অগণতান্ত্রিক ভাবে জোর করে দাবি আদায় করতে চাচ্ছে। তারা আগামী নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র করছে। তবে দেশের সাধারণ জনগণ তা মেনে নেবে না।

 

শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

 

আমীর খসরু বলেন, গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয়নি। এটি রক্ষায় দলগুলোকে নির্বাচনী যুদ্ধে জিততে হবে। তা না হলে বাংলাদেশ হেরে যাবে। গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনও অনেক কিছু সহ্য করে যাচ্ছে। আগামী নির্বাচনে অনেক বেশি মহিলাদের সম্পৃক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না। আমাদের সহনশীল রাজনীতি করতে হবে। অন্যের মতামত প্রতি সম্মান দেখাতে হবে। দ্বিমত পোষণ করেও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।