ঢাকা শুক্রবার, ২১শে নভেম্বর ২০২৫, ৮ই অগ্রহায়ণ ১৪৩২


ভূমিকম্পে গাজীপুরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত


২১ নভেম্বর ২০২৫ ১৫:০১

সংগৃহীত

গাজীপুরসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় জেলার টঙ্গী ও শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত শতাধিক শ্রমিক।

 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ডেনিমেক লিমিটেড পোশাক কারখানা ও টঙ্গীর ফ্যাশন পালস লিমিটেডসহ কয়েকটি কারখানায় এ ঘটনা ঘটে। 

 

শ্রমিকরা জানান, ভূমিকম্পের সময় বহুতল ভবনের ওই কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার এলার্ম বাজালে কর্মরত শ্রমিকরা ফ্লোর থেকে নামার সময় পদদলিত হয়ে এবং ভয়ে অনেক শ্রমিক আহত হয়। 

 

আহত শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ জানায়, এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে। তবে হাসপাতালে বেড স্বল্পতার কারণে আহতদের স্বজনরা তাদেরকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।