ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৭ই অগ্রহায়ণ ১৪৩২


ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ, শীর্ষে স্পেন


২০ নভেম্বর ২০২৫ ০৭:৫৭

সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শেখ মোরসালিনের দেয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।

 

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে হামজা-জামালদের। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬।

 

২০১৬ সালের ২ জুনের পর এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাঙ্ক এটিই। সেবার ১৮১তম অবস্থানে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

 

অপরদিকে, বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের । ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।

 

যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।

 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের অন্য স্থানেও এসেছে পরিবর্তন। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি।