গ্রেফতার এড়িয়ে বা বিদেশে বসে আপিলের সুযোগ আছে কি শেখ হাসিনার?
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি দুইজনেরই সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে দুইজনেই পলাতক রয়েছেন। রায়ের পরপরই দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে হস্তান্তরে ভারতের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এই রায় প্রত্যাখ্যান করেছে।
এখনই আপিলের 'সুযোগ' নেই
পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল চাইলে আপিল করতে পারবেন না।
ট্রাইব্যুনাল আইনে বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হতে হবে।
তাই আপিল করতে হলে তাদেরকে দেশে আসতে হবে। আদালতে হাজির হয়ে কিংবা গ্রেফতার হলে তবেই আপিলের সুযোগ মিলবে।
৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষও চাইলে আপিল বিভাগে যেতে পারবে।
