বিচারকদের কলম বিরতি প্রত্যাহার, করবেন কালো ব্যাজ ধারণ
নিরাপত্তাসহ ২ দফা দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএজএসএ)। তবে আজ রোববার (১৬ নভেম্বর) কালো ব্যাজ কর্মসূচি পালন করবেন বিচারকরা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার দুপুরে বিচারকদের এই সংগঠনের নেতারা আইন উপদেষ্টার জরুরি বৈঠক বসে। বৈঠক শেষে তা ফলপ্রসু হয়েছে বলে জানান বিচারকরা। এরপরই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।
প্রসঙ্গত, রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহতের ঘটনার পর বিচারকদের নিরাপত্তা বাড়ানো দাবি জানায় বিচারকরা। পাশাপাশি এই ঘটনায় আটক লিমন হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দেয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
