ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু


১৫ নভেম্বর ২০২৫ ১৫:২২

সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামে কুমার নদে ডুবে আবরাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) সকালে বাড়ির পাশের কুমার নদে কচুড়িপানার ফুল তুলতে গিয়ে সে পানিতে পড়ে যায় বলে জানায় স্থানীয়রা। নিহত আবরাম ওই গ্রামের মুরগি ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে।

 

ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারসহ পুরো ঝাউদিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খানা জানান, আজ সকালে এক শিশু বাড়ির পাশের নদীতে কচুরিপানার ফুল তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে মারা গেছে।