ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


আর্জেন্টিনার শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৫


১৫ নভেম্বর ২০২৫ ১৫:১৯

সংগৃহীত

আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বাইরে একটি শিল্প কমপ্লেক্সে শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাতে পরপর শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। শনিবার (১৫ নভেম্বের) এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলে এ তথ্য জানায়। 

 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের এরইমধ্যে হাসপাতালে নেয়া হয়েছে।

 

এজেইজা শহরের মেয়র গাস্তোন গ্রানাদোস ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, 'বিভিন্ন কারখানায় বিস্ফোরণ ও আগুন—সবকিছুই ছিল অত্যন্ত ভয়াবহ। আমরা আগুন নিয়ন্ত্রণ ও নিভানোর চেষ্টা করছি, কিন্তু এখনো সফল হইনি।' 

 

বিস্ফোরণ ও পরবর্তী আগুনে সৃষ্টি হওয়া ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে যায়। এতে আর্জেন্টিনার মিনিস্ট্রো পিস্টারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকা বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা অন্যত্র সরিয়ে নেয়া হয়। 

 

বিস্ফোরণের কারণ কী?

 

কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। তবে, পাঁচটি কারখানায় আগুন লাগে এবং বিস্ফোরণগুলো সম্ভবত সেখান থেকেই শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।

 

মেয়র গ্রানাদোস জানান, আগুনে পুড়ে যাওয়া কারখানাগুলোর একটি ছিল রাসায়নিক কারখানা, যেখানে গুদামঘরে আগুন ধরে। অন্যটি ছিল প্লাস্টিক কারখানা।

 

স্থানীয় গণমাধ্যম জানায়, আহতদের বেশিরভাগই আশপাশের বাসিন্দা—তারা আগুনের শিখা ও বিস্ফোরণে সৃষ্ট শকওয়েভে কারনে আহত হয়েছেন।

 

এজেইজা পৌরসভা নিশ্চিত করেছে যে ঘটনাস্থলে 'তীব্র ও ধারাবাহিক বিস্ফোরণ' রেকর্ড করা হয়েছে।

 

কী ব্যবস্থা নেয়া হচ্ছে?

 

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এলাকার সব হাসপাতাল সমন্বিতভাবে কাজ করছে এবং আহতদের গ্রহণে প্রস্তুত রয়েছে।

 

বুয়েনস এইরেসের কুয়েঙ্কা আল্টা নেস্তর কির্চনার হাসপাতাল বড় ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষ পরিকল্পনা সক্রিয় করেছে।

 

এদিকে ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। বুয়েনস আয়ার্স প্রদেশের সিভিল ডিফেন্সের পরিচালক ফাবিয়ান গার্সিয়া বলেন, ' আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘ সময় জ্বলতে পারে বলে ধারনা করছি।'