বোরহানউদ্দিনে বাল্য বিবাহ বন্ধসহ ৫ হাজার টাকা জরিমানা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৭ নং ওয়ার্ডে বাল্য বিবাহ বন্ধসহ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় বিলের বাড়ী নামক স্থানের মসজিদ সংলগ্ন এলাকায় বাল্যবিবাহ চলাকালীন অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এ অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দুই পক্ষ তাদের ভুল স্বীকার করেছে এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় মো: গিয়াসউদ্দিন (৫০)কে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়েকে একজন স্থানীয় জিম্মাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিত ছিলেন।
