পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ, ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিও করা ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বহিষ্কার হওয়া ইমরান আহমেদ সজীব পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। গত বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে সে ভাঙচুর চালায়। ক্যাপ পরে, মুখ ঢেকে পরিচয় গোপনেরও চেষ্টা করে। এ সময় তার সহযোগীদের দিয়ে ভিডিও ধারণ করায় সে। সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানাতে শুরু করে শিক্ষার্থীরা। তবে কী উদ্দেশ্যে কলেজে এ হামলা ও ভাঙচুরের ঘটনা, তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওই দিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পরিচয় নিশ্চিত হলে ইমরান আহমেদ সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।
