ঢাকা শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২


জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার


১৫ নভেম্বর ২০২৫ ০৭:১২

সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরীর সরঞ্জামসহ মোট ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এই অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

 

পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জনৈক মুক্তার মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরীর সরঞ্জামসহ মোট ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।  

 

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ককটেল সমূহ নিষ্ক্রিয় করার প্রক্রিয়া অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।