ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে ‘দেলুপি’


১৪ নভেম্বর ২০২৫ ১৪:১০

সংগৃহীত

খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘দেলুপি’। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দেশের ৬টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

 

প্রথম সপ্তাহে যেসব হলে ‘দেলুপি’ দেখা যাবে, তা হলো– ঢাকায় সিনেপ্লেক্স ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাস। ঢাকার বাইরে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) এবং মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।

 

গত ৭ নভেম্বর ছবিটি খুলনায় মুক্তি পায়। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের।

 

এর আগে, তাওকীর ২০২২ সালে ওটিটিতে নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শকের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে 'সিনপাট' নির্মাণ করে আলোচনায় আসেন এই তরুণ নির্মাতা।

 

‘দেলুপি’তে যারা অভিনয় করেছেন, তারা সকলেই খুলনার বাসিন্দা— চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

 

এরইমধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে হল সংশ্লিষ্টরা জানিয়েছে, অনেকদিন পর ঈদ ছাড়া খুলনায় কোনো সিনেমা নিয়ে এতো সাড়া পাচ্ছেন তারা।

 

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।