ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা


১৪ নভেম্বর ২০২৫ ১৪:০৮

সংগৃহীত

হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জারেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলায় জারেজের পাশাপাশি অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

এদিন সকালে মরদেহ নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন আশরাফুল হকের পরিবারের সদস্যরা। এসময় তারা বলেন, কারোর সাথে শত্রুতা ছিল না আশরাফুলের। তিনদিন আগে বন্ধু জারেজের সাথে ব্যবসার কাজে ঢাকা আসেন তিনি। এর পর থেকেই মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

কীভাবে খোঁজ পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে জানানো হয়, সবশেষ তিনদিন আগে মোবাইল ফোনে কল করলে ওপাশ থেকে রিসিভ করে জানানো হয় মোবাইলটি তিনি কুড়িয়ে পেয়েছেন।

 

পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিকে গ্রেফতার করতে হবে। একইসাথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এদিন ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

 

প্রসঙ্গত, রংপুরের বদরগঞ্জে কাচাঁমালের ব্যবসা করতেন নিহত আশরাফুল। পুলিশ জানায়, টাকা পয়সার লেনদেনে এ ঘটনা ঘটতে পারে। এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।