ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ১লা অগ্রহায়ণ ১৪৩২


ছুটির দিনে চড়া মাছের বাজার, বাড়েনি ডিম ও মুরগির দাম


১৪ নভেম্বর ২০২৫ ১৪:০৫

সংগৃহীত

রাজধানীর বাজারে নদীর মাছের দাম ছাড়েনি এখনও। সরবরাহ কম থাকায় ইলিশের বাজারও বেশ চড়া। শুক্রবার (১৪ নভেম্বর) সরেজমিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

বিক্রেতাদের দাবি, ছুটির দিন তাই দাম একটু বাড়তিই থাকে। এর সাথে যুক্ত হয়েছে, যোগানের সংকট। রাতে দুরপাল্লার পরিবহন কিছুটা কম এসেছে বলেও দাবি তাদের। তবে, ডিম ও মুরগির দর রয়েছে আগের মতোই।

 

মাছে ভাতে বাঙালির মাছের জন্য হাপিত্যেস অনুযায়ী প্রথমেই এই প্রতিবেদক ঢুঁ মারেন মাছের বাজারে। দেখা যায়, আকারভেদে কেজিপ্রতি রুই কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট মাছের দামও ঊর্ধ্বমুখী। আর ইলিশ তো মধ্যবিত্তের নাগালের বাইরেই। 

তবে, স্বস্তি রয়েছে সবচেয়ে সাশ্রয়ী পুষ্টির উৎস-ডিমের বাজারে। লাল ডিমের ডজন পাওয়া যাচ্ছে ১৩০ টাকাতে। আর সাদা ডিমের ডজন ১২০ টাকা। হাঁসের ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ২১০ টাকা করে।

 

ব্রয়লারের দাম সেই ১৬০ থেকে ১৬৫ টাকা কেজিই রয়েছে। তবে, ছুটির দিন উপলক্ষ্যে কোথাও কোথাও চাওয়া হচ্ছে বাড়তি দাম। সোনালি জাত ৩০০ আর দেশি মুরগি খরিদে কেজিপ্রতি সেই ৬০০ টাকা গুণতে হচ্ছে ক্রেতাদের।

 

অন্যদিকে গরুর মাংসের কেজি ৭৫০ আর খাসির মাংসের কেজি ১১৫০ টাকা বিক্রি হচ্ছে।