ঢাকা শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


২৪ ঘণ্টায় ঢাকায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার


১৩ নভেম্বর ২০২৫ ২২:২১

সংগৃহীত

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

পুলিশ বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

 

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণের দিন ছিল। এটিকে ঘিরে রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

 

এই কর্মসূচি আসার দেশের বিভিন্ন জায়গায় নাশকতা এবং এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা দেখা গেছে। যা মোকাবেলা করতে হাই-অ্যালার্ট জারি করা হয়।