নারায়ণগঞ্জে এনসিপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, অচেনা যুবক পলাতক
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিরোধে মিছিলটি বের হয়।
চাক্ষুষ প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে এক অজ্ঞাত যুবক হঠাৎ মিছিলের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা তাকে ধাওয়া করেন, কিন্তু তিনি মসজিদের গলি দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মশাল মিছিলে এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
