ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২


সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী


১২ নভেম্বর ২০২৫ ২১:৫৫

সংগৃহীত

আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী।

 

আজ বুধবার (১২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

এতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির মঙ্গলবারের (১১ নভেম্বর) সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

তালিকায় রয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শিশির মনির, ড. শাহদীন মালিক, মো. কায়সার কামালসহ মোট ১৯ জন আইনজীবী।

 

একই সভায় আরও ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।