ঢাকা বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২


প্রতিবন্ধী একটি পরিবারের ৩ বছর বয়সী শিশু কিডনি রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন


১২ নভেম্বর ২০২৫ ১০:২৫

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের প্রতিবন্ধী একটি পরিবার তাদের তিন বছর বয়সী কিডনি রোগে আক্রান্ত একটি শিশুকে বাঁচাতে সবার কাছে আর্থিক সাহায্য চায়।

 

হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ডান চোখে কিছুই দেখেন না। বাম চোখে অল্প অল্প দেখতে পান। তার স্ত্রী শেফালী খাতুন (৩২) বাক প্রতিবন্ধী। তার আল জিহবা ছোট। স্পষ্ট ভাবে কথা বলতে পারেন না। তাদের ছোট ছেলে আব্দুর রহমানের বয়স তিন বছর।

 

শিশু আব্দুর রহমান কিডনি রোগে আক্রান্ত। তার শরীরে প্রথমে জ্বর আসে। এর পর থেকে তার পেটের বাম পাশে জ্বালা যন্ত্রনা শুরু হয়। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পরে আব্দুর রহমানের কিডনি সমস্যা ধরা পড়ে। তার বাম ও ডান কিডনিতে পাথর রয়েছে। চিকিৎসা চলছে। কিন্তু যন্ত্রনা কমছে না। চিকিৎসকরা বলেছেন অপারেশন ছাড়া ওষুধে পাথর নির্মূল সম্ভব নয়। অপারেশন করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ পড়বে।

 

এ পর্যন্ত গ্রামে ও গোগা বাজারে চাঁদা তুলে চিকিৎসা খরচ করা হয়েছে। এখন তার হাতে আর একটি টাকাও নেই। দেড় কাঠা মাত্র ভিটে বাড়ি। বিক্রি করলে পথে বসতে হবে রাজ্জাকের। আবার অতি আদরের সন্তানটিকেও বাঁচাতে হবে। সে এখন দিশেহারা। চোখে সর্ষেফুল দেখছেন তিনি। ২০১৯ সালে তার স্ত্রী শেফালী খাতুনও কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ও অপারেশন করতে অনেক টাকা খরচ হয়েছিলো। যে কারনে রাজ্জাক একেবারেই নি:স্ব এখন। তাই সন্তানকে বাঁচাতে আকুতি জানিয়েছেন সবার কাছে। শিশুটির পিতা আব্দুর রাজ্জাকের বিকাশ নম্বর ০১৭৪৬-৯১১৮২৪।  হৃদয়বান ব্যক্তিদের এ নাম্বারে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রতিবন্ধী পরিবারটি।