ঢাকা বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


সূত্রাপুরে বাসে আগুন


১১ নভেম্বর ২০২৫ ২২:২৮

সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসে গেটের সামনে এই ঘটনা ঘটে।

 

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এর আগে, গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসও রয়েছে।

 

এছড়া, গতকাল রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। এ সময় ২ সন্দেহভাজনকে আটক করে দলটির নেতাকর্মীরা।