পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর দাবি
পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার দাবি জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত সাহিত্যিক, পাঠক, প্রকাশক সমাবেশে একথা বলেন তারা।
সমাবেশে বক্তারা ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে একুশে বইমেলা আয়োজনের পাশাপাশি স্টলভাড়া কমানোর দাবিও তোলেন। ভাড়া না কমলে প্রকাশকরা নিরুৎসাহিত হন বলেও মন্তব্য তাদের।
এসময় তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে সুনামের সাথে এবং সময়মতো বইমেলা অনুষ্ঠিত হয়েছে, করোনাকালীন সময়েও থেমে থাকেনি বইমেলা। অথচ এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের অজুহাত দিয়ে বইমেলা নিয়ে টালবাহানা করছে। তারা বাণিজ্যমেলার নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও বইমেলার নিরাপত্তা নিশ্চিতে নারাজ।
সরকারের সমালোচনা করে তারা বলেন, একটি কুচক্রী মহল সময়মতো বইমেলা অনুষ্ঠিত হতে সরকারকে ভুল বুঝানোর চেষ্টা করছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমকে অপরিপক্ক বলেও দাবি করেন তারা।
তারা আরও বলেন, সরকার সংস্কৃতির নামে ড্রোন শো করলেও বইমেলা নিয়ে উদাসীন। অংশীজনদের সাথে আলোচনা না করে সরকার মেলায় সময় নির্ধারণের মাধ্যমে নিজেদের দোদুল্যমানতাকে প্রকাশ করছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন তারা।
