এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, এ সময় ২টি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একটি ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলে অন্তত ৪ জন আহত হয়। এ সময় এনসিপি কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীরা ২ জন সন্দেহভাজনকে আটক করে। পরে তাদের আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেলটি জব্দ করে।
এ সময় উপস্থিত এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।
