ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ: মঈন খান


১০ নভেম্বর ২০২৫ ১৪:৩১

সংগৃহীত

একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে গুলশানে জাসাস'র অনুষ্ঠানে একথা জানান তিনি। 

 

তিনি বলেন, ৩৬ জুলাইয়ে জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিলো। তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না বলেও জানান তিনি। 

 

তিনি আরও বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি। এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা, গায়েবী মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে। জাতীয়তাবাদী এ আন্দোলনে জাসাসের অনেক অবদান রয়েছে বলেও জানান ড. মঈন খান।