ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


সুন্দরবনে পর্যটকবাহী বোট উল্টে এক নারী নিখোঁজ


৮ নভেম্বর ২০২৫ ২১:৩৪

সংগৃহীত

সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসের দক্ষিণ পাশের খালে ১৩ জন পর্যটক নিয়ে ১টি বোট উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নারী পর্যটক নিখোঁজ হন। 

 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। 

 

নিখোঁজ পর্যটকের নাম রিয়ানা আবজাল (২৮)। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট এবং বর্তমানে আমেরিকা প্রবাসী বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনের পাশে গড়ে ওঠা একটি রিসোর্ট থেকে পর্যটক দলটি করমজল ভ্রমণের উদ্দেশে রওনা দেয়। পথে কোস্টগার্ডের একটি স্পিডবোট পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

দুর্ঘটনার পর নৌকায় থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের জেলে ও রিসোর্টের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। এতে ১২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানা নামের ওই নারী নিখোঁজ রয়েছেন।

 

ঘটনার পর স্থানীয় প্রশাসন, বনবিভাগ এবং কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান শুরু করে। 

 

সুন্দরবন পূর্ব বনবিভাগের কর্মকর্তারা জানান, আজ সকালে ১৩ জন পর্যটক ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে বোট নিয়ে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে তা উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা হয়। তবে একজন নারী পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। 

 

পরবর্তীতে, স্থানীয় প্রশাসন, বনবিভাগ এবং কোস্টগার্ডের সদস্যদের উদ্ধার অভিযান শুরু করে। তাদের এই অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।