যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করে, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চান'
যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করেন, তারা মূলত শাক দিয়ে মাছ ঢাকতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা দিনাজপুর ৬ আসনের ঘোড়াঘাট পৌর এলাকার ২ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের সাথে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
তার অভিযোগ, কোনো কোনো উপদেষ্টা বলছেন- বিএনপি সংস্কারে বিশ্বাস করে না। এটি সম্পূর্ণ অসত্য। বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের বিরোধী নয়। বিএনপির ইতিহাসই হচ্ছে সংস্কারের ইতিহাস।
ডা. জাহিদ বলেন, জাতি যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ভোটাররা যখন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, তখন সেই গণতান্ত্রিক অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ বলছে- আগে সংস্কার, আগে বিচার, তারপর গণতন্ত্র হবে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বলেছি সংস্কার, বিচার ও গণতন্ত্র একইসঙ্গে চলতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে বলেই ২০২২-এর ডিসেম্বরে প্রথম রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে, ২০২৩ সালে সব রাজনৈতিক ও গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। এ সময়, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
