কাকরাইলে গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলটি নিষ্ক্রিয় করে।
এ সময়, ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি।
গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে শনিবার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে ৬০০ অতিথি অংশ নেয়ার কথা।
