ঢাকা শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২


জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সর্তকতা ও নজরদারি


৭ নভেম্বর ২০২৫ ১২:৩৮

সংগৃহীত

দেশের সীমান্ত দিয়ে জাল টাকার প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি বর্ডারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বর্ডারে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে নেয়া হয়েছে সতর্কতামূলক অবস্থান। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদাড়ি।

 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেয়ার কথা সেটি নেয়া হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকবো।

 

চেক পোস্ট বা অন্যকোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে, বা কেউ যদি যাত্রী হিসেবে নেয়ার চেষ্টা করে সেটি প্রতিরোধেও বিজিবি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।