বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
প্রায় ২৫ হাজার কোটি টাকায় বিক্রি হতে যাচ্ছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ান দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সম্প্রতি মুম্বাই স্টক এক্সচেঞ্জকে দল বিক্রি করার সিদ্ধান্ত জানিয়েছেন দলটির মালিক কোম্পানি ডিয়াজিও।
মূলত, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বারা আয়োজিত দুইটি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল ও ওয়েমেনস প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করে দলটি। ২০২৫ সালে আইপিএলে এবং ২০২৪ সালে ডব্লিউপিএলে চ্যাম্পিয়ান হয় দলটি।
এছাড়াও, ভিরাট কোহলি ও স্মৃতি মান্ধানার মতো তারকা ক্রিকেটার রয়েছে দলটিতে। সাম্প্রতিক সময়ের সাফল্যের পরও দলটি বিক্রি খবর ছড়িয়ে পরায় অনেকেই বিস্মিত হয়েছেন।
তবে, নিজেদের ব্যবসায়িক কৌশল হিসেবে দলটি বিক্রি করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও। বিক্রি জন্য আরসিবি’র ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ হাজার কোটি টাকা।
