ঢাকা শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২


দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে এসে গণসংযোগ বিএনপির নেতার


৬ নভেম্বর ২০২৫ ২১:৩৬

সংগৃহীত

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।

 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এসময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

 

গণসংযোগ অনুষ্ঠানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হইনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব। 

 

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি,শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে। 

 

এসময় তিনি বলেছেন, শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এবং দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন বলে তিনি প্রত্যাশা করেন।

 

প্রসঙ্গত, বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।