ঢাকা বৃহঃস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২


একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত


৬ নভেম্বর ২০২৫ ১৫:২৬

সংগৃহীত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন অবশেষে স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জ এ সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানিয়ে দেয়। 

 

গতকাল বুধবার এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেন। তার মতে, ব্যাংকগুলোর বর্তমান যে আর্থিক পরিস্থিতি, তাতে শেয়ারধারীরা অর্থ পাবেন না। এই ঘোষণার পর শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।

 

এ অবস্থায় সকালে এই ব্যাংক পাঁচটির লেনদেন স্থগিতের কথা জানায় বিএসইসি।

 

এদিকে, শেয়ারের দর শূন্য করার প্রতিবাদ জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। গভর্নরের বক্তব্য প্রত্যাহারের দাবি তাদের।