ঢাকা বৃহঃস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২


সাতক্ষীরা উপকূলে বাঁধ রক্ষায় কাজ শুরু করেছে পাউবো


৬ নভেম্বর ২০২৫ ১৫:২২

সংগৃহীত

সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরায় খোলপেটুয়া নদীর বেঁড়িবাঁধ রক্ষায় ডাম্পিং কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। উপকূলের দৃষ্টিনন্দন এলাকায় আকস্মিক ভাঙন দেখা দিলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

 

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তা ফেলা হচ্ছে।

 

এর আগে, বুধবার দুপুর থেকে বাঁধের মাটি ধসে নদীতে পড়তে শুরু করে। খবর পেয়ে বাঁধ রক্ষায় পদক্ষেপ নেয় পানি উন্নয়ন বোর্ড।

 

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, বাঁধ তীরে জিও বস্তা ফেলা হচ্ছে। বাঁধটি এখন ঝুঁকিমুক্ত। বাঁধটি টেকসই করতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।