নওগাঁয় গ্রাম্য বৈঠকের জেরে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা
নওগাঁর সনলিয়া মালঞ্চি গ্রামে গ্রাম্য বৈঠকের জের ধরে গোলাম হোসেন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করেছে প্রতিবেশী প্রভাবশালীরা।
বুধবার (৫ নভেম্বর) রাতে হত্যার পর মরদেহ ফেলে জড়িতরা পালিয়ে যায়। নিহত গোলাম হোসেন মালঞ্চি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মালঞ্চি গ্রামের হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাই জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে গ্রামবাসীকে নিয়ে বৈঠকে বসেন। সেখানে গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং মতামত দেন। এরই জেরে গতকাল রাত ১০টার দিকে গ্রামের পাশে একটি দোকানের সামনে হারুন, তার ছেলে অন্তর ও তাদের সহযোগী মুসার সাথে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলামকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম হোসেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে মরদেহ হেফাজতে নিয়ে নওগাঁ সদর হাসপাতালের পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েল করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অপরদিকে, জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা।
