ঢাকা বৃহঃস্পতিবার, ৬ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২


পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা


৬ নভেম্বর ২০২৫ ১১:৩৯

4

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথমে রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ ডানপন্থী আট দল। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা।

 

পদযাত্রায় মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবে দলগুলো।

 

তাদের পাঁচ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।