ঢাকা বুধবার, ৫ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২


নিদ্রা সৈকতে পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো রাস উৎসব


৫ নভেম্বর ২০২৫ ১২:৩৭

সংগৃহীত

সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলীর নিদ্রার সৈকতে শেষ হলো রাস উৎসব। সূর্যের আলো ফোটার আগেই নিদ্রা সৈকতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হন এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন। 

 

পুণ্যলাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বীরা। 

 

পুণ্যার্থীরা ব্রহ্ম মুহূর্তে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তালতলীর নিদ্রা সৈকতে শেষ হয় রাস উৎসব। 

 

এবারের রাস উৎসবে প্রায় শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রা সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। 

 

এ ছাড়া রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পুণ্যার্থী ও পর্যটকদের জন্য। 

 

তালতলীর নিদ্রা সৈকতে রাস উৎসব এখন সর্বজনীন লোকোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীরাও এ উৎসব উপভোগ করতে আসেন।

 

এর আগে রাস উৎসবকে ঘিরে গতকাল রাতে সৈকতের পারে শ্রীশ্রী রাধাগোবিন্দ ছবি স্থাপন কির্তন ধর্মীয় আলোচনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

 

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শত শত নারী-পুরুষ নিদ্রা সৈকতে পুণ্যস্নানে অংশ গ্রহণ করতে এসেছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।