ঢাকা বুধবার, ৫ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২


নিউইয়র্কের মেয়র নির্বাচনে চলছে শেষ মুহূর্তের ভোটগ্রহণ


৫ নভেম্বর ২০২৫ ০৮:৫৯

সংগৃহীত

নিউইয়র্কের মেয়র নির্বাচনে চলছে শেষ মুহূর্তের ভোটগ্রহণ। ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হবে ভোটাভুটি। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, রেকর্ড প্রায় ১৫ লাখ বাসিন্দা দিয়েছেন ভোট।

 

আগাম ভোট সহ এ পর্যন্ত মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখের কাছাকাছি, যা ২০২১ সালের তুলনায় চারগুণ। এরইমধ্যে কুইন্সের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন এবারের সবচেয়ে আলোচিত মেয়র প্রার্থী ডেমোক্রেট দলীয় জোহরান মামদানি।

 

অন্যদিকে, ম্যানহাটানে ভোটাধিকার প্রয়োগ করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। মঙ্গলবার, স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় ভোটাভুটি।

 

সবশেষ জরিপের তথ্য অনুযায়ী, প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর চেয়ে ১৭ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে, বিশ্বরাজধানী খ্যাত শহরটির এবারের মেয়র নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব রাখবে আগাম ভোট।

 

এর আগে, নিউ ইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মামদানি নির্বাচিত হন, তাহলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে পৌঁছতে দেয়া হবে না। 

 

সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আসলে আপনার কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন।'

 

তবে, জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো।