ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


পুলিশের সঙ্গে কাল বসবে ইসি


২২ নভেম্বর ২০১৮ ০২:০৮

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাওস্থ নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ‘বৈঠকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজে সহায়তা ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হবে’ বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,‘নির্বাচনের প্রাক্কালে রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারসহ একত্রে আমরা একটি সভা করে থাকি। কিন্তু এবার আমরা রিটার্নিং অফিসারদের আলাদা ব্রিফ করেছি। একইভাবে আমরা পুলিশকেও আলাদাভাবে ব্রিফ করতে চাচ্ছি। নির্বাচনে জঙ্গি হামলা ঠেকাতে বর্ডার এলাকার জন্য আলাদা ব্যবস্থা থাকবে।’

বৈঠকে বাংলাদেশের সকল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার, ডিআইজি এবং পুলিশ সুপাররা বৈঠকে অংশগ্রহণ করবেন। সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলেও জানান ইসি সচিব।

আরকেএইচ