ভৈরবে ৭ হাজার ৮শ ৮০ পিস ইয়াবাসহ নারী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৭ হাজার ৮শ ৮০ পিস ইয়াবাসহ স্মৃতি মনি নামে মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর দেড়টার সময় ভৈরব ষ্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক চন্দন গোপাল সুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেল ষ্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনীর মাছুম মিয়ার ঘরে অভিযান চালানো হয়। প্রায় ঘন্টা ব্যাপী তল্লাশি করে স্মৃতি মনির নিজ হেফাজতে রাখা ৭ হাজার ৮শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ জব্দ করে মাদক কারবারী স্মৃতি মনিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃত স্মৃতি মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী ভৈরব থানায় মাদ;কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।