ঢাকা মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বিশৃঙ্খলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত'


২০ অক্টোবর ২০২৫ ২১:১৫

সংগৃহীত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বিশৃঙ্খলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বহিরাগত ব্যক্তিরা সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত ছিল। যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই যোদ্ধারা।

 

সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একথা জানান তারা। 

 

বলেন, সেদিন কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা নয়, বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে গিয়েছিলেন। পাশাপাশি তারা দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানান, সেদিনের ঘটনায় দায়েরকৃত ৪টি মামলা প্রত্যাহারে কমিশন সহায়তা করবে।