ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


মুন্সিগঞ্জে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় মূলহোতা রাসেলসহ গ্রেফতার ৩


১৫ অক্টোবর ২০২৫ ১৫:২৭

সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় রাসেল-ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালায় তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) ও তারেক খান (৩০)।

 

 

 

পুলিম সুপার মু. শামসুল আলম সরকার জানান, বেশ কিছুদিন আগে নিজেদের মোবাইলে ধারণকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওর স্থানটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর কর্নারের পুকুর পাড় এবং ভিডিওর ব্যক্তিরা বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার ওরফে ম্যাগনেট রাসেল এবং তার সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়।

 

 

 

ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হওয়ার পর থেকেই জড়িতদের আটকে পুলিশ তৎপর হলে তারা ধরা পড়ে। গ্রেফতারকৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

প্রসঙ্গত, মঙ্গলবার অস্ত্র চালানোর প্রশিক্ষণের বিষয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাঘড়া এলাকায় একটি স্থানে দাঁড়িয়ে চার যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো প্রশিক্ষণ নিচ্ছে।

 

 

 

ভিডিওতে থাকা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি উপজেলার বাঘরা এলাকায়। ফয়সালের বাড়ি কামারখোলা। আর সাদা টি–শার্ট, কালো প্যান্ট ও টুপি পরা আহিরের বাড়ি শ্রীনগর ইউনিয়নের মথুরা পাড়ায় এবং অন্যজন একই এলাকার কালো পাঞ্জাবি পরা অর্পণ।