ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


অসুস্থ নেতাকর্মীদের খোঁজ ও প্রয়াত নেতার কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি


১৪ অক্টোবর ২০২৫ ২২:১১

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোঁজখবর নেওয়া এবং সদ্য প্রয়াত নেতার কবর জিয়ারত করেছেন শার্শার কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে গিয়ে অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেন।

 

প্রথমে তিনি বেনাপোল ইউনিয়নের ১ নং নারায়নপুর ওয়ার্ডের বিএনপি সদস্য সদ্য প্রয়াত শামছুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর একই ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি এলেম মোড়ল-এর বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।

 

পরে তিনি বেনাপোল পৌরসভার নামাজগ্রাম এলাকায় যুবদলের অসুস্থ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের বাড়িতে যান এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। সর্বশেষ তিনি বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার-এর বড় আঁচড়া গ্রামের বাসায় গিয়ে তাকে দেখতে যান।

 

এ সময় মফিকুল হাসান তৃপ্তি অসুস্থ নেতা-কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং বলেন, “দলের নেতাকর্মীরা আমাদের শক্তি। তাদের পাশে থাকা বিএনপির ঐতিহ্য।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সকল নেতাদের নেতৃত্বে বেনাপোল-শার্শা আবারও আন্দোলন-সংগ্রামে সরব হয়ে উঠবে।

 

এছাড়া তিনি স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন—দলের কেউ অসুস্থ হয়ে আর্থিক সংকটে থাকলে দ্রুত তার খোঁজ নিতে ও যথাসম্ভব সহযোগিতা করতে।