ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


হোসেনপুরে বিআরডিবির নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠিত


১৪ অক্টোবর ২০২৫ ২২:০৯

সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতি (লিমিটেড) এর নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা বিআরডিবির হল রুমে বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামীম রানার সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিআরডিবির উপ-পরিচালক মো: জহিরুল ইসলাম খান। নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. কফিল উদ্দিন,সদস্য আবু সাঈদ,এসকে শাহীন নবাব,আবদুল হান্নান  এবং আব্দুস সাত্তার প্রমূখ। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।