ঢাকা মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


২য় দিনের মত কর্মবিরতি চলছে এমপিওভুক্ত শিক্ষকদের, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি


১৪ অক্টোবর ২০২৫ ১২:৫১

সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।

 

এর আগে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায়।

 

শিক্ষকরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। দাবিগুলো খুবই যৌক্তিক জানিয়ে তারা বলেন, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না।

 

উল্লেখ্য, গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।

 

পরবর্তীতে, সোমবার সকাল থেকেই সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন।