ঢাকা মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


নিখোঁজের এক দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার


১৪ অক্টোবর ২০২৫ ০৮:০৪

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পর সমিজা খাতুন (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পাথরাজ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সমিজা খাতুন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

 

দেবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) দুপুরে বাড়ির পাশে পাথরাজ নদীর ধারে ছাগল বাঁধতে যান সমিজা। এরপর থেকেি তিনি নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সোমবার সকালে স্থানীয়রা নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলে মরদেহটি সমিজা খাতুনের বলে শনাক্ত করে তার স্বজনরা।

 

নদীর ধারে ছাগল বাঁধতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে সমিজা পানিতে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার।

 

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।