কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল: নেসকো কর্মকর্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে অনুষ্ঠিত লংমার্চের সমাপনী পথসভায় ৮ মিনিটের জন্য বিদ্যু বন্ধ ছিল বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো। একইসঙ্গে ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা ছিল বলেও জানান তিনি।
আজ রোববার (১২ অক্টোবর) নেসকোর সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী বলেন, গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী মোড় এলাকায় একটি লাইনে আগুন লাগে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। পরবর্তীতে কারিগরি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে ৯টা ২৮ মিনিটে সংযোগ পুনরায় সচল করে। অর্থাৎ মাত্র ৮ মিনিট বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল।
তিনি আরও বলেন, এনসিপির প্রোগ্রামের বিষয়ে আগে থেকে জানানো হয়নি। ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা ছিল বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন: বক্তব্য দেয়া শুরু করলেই বিদ্যুৎ চলে যায়, শেষ হলে চলে আসে: সারজিস
এদিকে, প্রোগ্রামে বিদ্যুৎ চলে যাওয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছিলেন— এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো। তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। মুহূর্তের মধ্যেই সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে সেটিরই ব্যাখ্যা দিয়েছেন সারজিস আলম।
তিনি বলেন, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দিতে শুরু করি, তার এক-দুই মিনিট পরই বিদ্যুৎ চলে যায়।