মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আনাছ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাছ ওই গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আনাছ বাড়ির উঠানে খেলছিল। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ি সংলগ্ন পুকুরে আনাছকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।