নারী বিশ্বকাপে আজ প্রোটিয়াদের মোকাবিলা করবে জ্যোতিরা

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) ভিশাখাপাটনামের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল। শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা।