ঢাকা সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


মানবতাবিরোধী অপরাধে’ জড়িত সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেফতারের দাবি ছাত্র অধিকার পরিষদের


১২ অক্টোবর ২০২৫ ২২:৩৪

সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে’ জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। পাশাপাশি, অপরাধীদের বিচার দাবি করেছে সংগঠনটি।

 

রোববার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যের সামনে সংগঠনটির বেশ কয়েকজন সদস্য এসব দাবিতে বিক্ষোভ করেন।

 

তারা দাবি করেন, বিগত সরকারের সময়ে এসব সদস্যরা গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত ছিলেন। মানবাধিকার হরণের কারণে হাজারও পরিবার ধ্বংস হয়েছে বলে দাবি করেন তারা।

 

ছাত্র অধিকার পরিষদের নেতারা আরও বলেন, যারাই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

 

এর আগে, গত বুধবার (৮ অক্টোবর) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পাঁচজন মহাপরিচালকসহ বেশ কয়েকজন সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।