ঢাকা-ময়মনসিংহ রুটে ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে চলবে বাস

ময়মনসিংহে জনভোগান্তির কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে চলবে বাস।
রোববার (১২ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ডিসি কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেন। এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে, যাত্রীর সঙ্গে চালক-হেল্পারের বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করেন মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
এদিকে, রোববার সকাল থেকে বন্ধ রাখা হয় ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস।
গত শুক্রবার মাসকান্দা বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধের দাবি জানান মুক্তিযোদ্ধা ও এনসিপি নেতারা।
পরবর্তীতে ইউনাইটেড পরিবহনের বাসগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ ঘোষণা দেয় মালিক ও শ্রমিক পক্ষ।