৫ কোটি শিশু-কিশোর টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে: ডা. সায়েদুর

আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে প্রায় ৫ কোটি শিশু-কিশোর এর আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত ১ কোটি ৬৮ লাখ মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। ১২ থেকে ৩০ অক্টোবরে নিকটস্থ স্কুলে এবং ১ থেকে ১৩ নভেম্বর টিকা দেয়া কমিউনিটি ক্লিনিকে। এই টিকা নিরাপদ বলে দাবি করেন তিনি। এ সময়, টাইফয়েডের কারণে দেশে বছরে প্রায় ৮ হাজার মানুষ মারা যায় বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে, স্বাস্থ্য সহকারীদের আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ সহকারী বলেন, ৫ কোটি শিশু কিশোরের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে তারা কোন আন্দোলন করবে না বলে আশা করি।