ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
জানাযায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ফতেহপুর মদনহাটের জামতলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ড. তোফায়েল আহমেদকে।
এর আগে, সকাল ৮টা নাগাদ লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহ ফতেহপুরে পৌঁছায়। এসময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়।
স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সী বরেণ্য এই শিক্ষাবিদ। হৃদরোগের চিকিৎসার জন্য মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তোফায়েল আহমেদকে। কথা ছিল হার্টে রিং পরানোর। কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।