শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ, যুক্তিতর্ক রোববার

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আগামী রোববার।
আজ বুধবার (৮ অক্টোবর) সর্বশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে ৪র্থ দিনের মতো জেরা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ এই জেরা অনুষ্ঠিত হয়। এর আগে, গত তিনদিন একই সাক্ষীকে জেরা করা হয়।
সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮ টি স্পটে গণহত্যা চলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া আজ আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হয় ট্রাইবুনাল ২ -এ।
অপরদিকে, আগামীকাল চানখারপুলের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।