ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


ইলিশ সংরক্ষণ অ‌ভিযান: রাজবাড়ীতে ১২ জেলে আটক, ৯ জনের নামে মামলা


৮ অক্টোবর ২০২৫ ১৩:১৬

সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায় ১২ জেলেকে আটক করা হয়েছে। সেইসাথে, জব্দ করা হয়ে সাড়ে ৭ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ।  

 

মঙ্গলবার সকাল পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ১২ জন জেলের মধ্যে প্রথম দফায় ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা এবং দ্বিতীয় দফায় আটককৃত ৯ জনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

 

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বিষয়টি নিশ্চিত ক‌রে জানান, সোমবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানের শুরুতে ২ হাজার ৫শ মিটার কারেন্ট জালসহ রাজবাড়ী সদরে একজন ও গোয়ালন্দে ২ জন জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৩ জনকে ২০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে মধ্যরাতে গোয়ালন্দের পদ্মা নদীর অংশে দৌলতদিয়া নৌপুলিশের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এতে ৯ জেলেকে আটকসহ ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

 

পরবর্তীতে, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। সেইসাথে, আটককৃত ৯ জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।